Saturday, September 22, 2018

সেদিন চৈত্রমাস


Image may contain: 1 person, standing and nature


___রবীন্দ্রনাথ ঠাকুর

প্রহরশেষের আলোয়
রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ।।

এ সংসারের নিত্য খেলায়
প্রতিদিনের প্রাণের মেলায়
বাটে ঘাটে হাজার লোকের
হাস্য-পরিহাস–
মাঝখানে তার তোমার
চোখে আমার সর্বনাশ।।

আমের বনে দোলা লাগে,
মুকুল প’ড়ে ঝ’রে–
চিরকালের চেনা গন্ধ
হাওয়ায় ওঠে ভ’রে।

মঞ্জরিত শাখায় শাখায়,
মউমাছিদের পাখায় পাখায়,
ক্ষণে ক্ষণে বসন্তদিন
ফেলেছে নিশ্বাস–
মাঝখানে তার তোমার
চোখে আমার সর্বনাশ।

আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো

গান:
“আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো, 
কত সুর কত গান মনে পড়ে গেলো, 
বলো, ভালো আছো তো, 
বলো, ভালো আছো তো? 

ক’দিন আগে এমন হলে কতদিন আরো বেশি পেতাম,
আরো আকাশ আরো বাতাস লিখে দিতো তোমারই নাম,
শুধু আমি নয় ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেতো-
বলো, ভালো আছো তো?
বলো, ভালো আছো তো?

জানি তোমায় আপন ভাবার কোনো অধিকার নেই যে পাওয়ার,
এও জানি দেখা হওয়ায় কত বড় ভাগ্য আমার,
শুধু বল আজ আমায় ভুলে সুখি তুমি হয়েছ কত?
বলো, ভালো আছো তো?
বলো, ভালো আছো তো?

আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো,
কত সুর কত গান মনে পড়ে গেলো,
বলো, ভালো আছো তো,
বলো, ভালো আছো তো?"
ইউটিউব লিংকঃ https://youtu.be/nKzkFKDW5Ks

বুনো-হাঁস


___জীবনানন্দ দাশ
পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে-
জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে
বুনো হাঁস পাখা মেলে-শাঁই-শাঁই শব্দ শুনি তার;
এক-দুই-তিন-চার-অজস্র-অপার-
রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া
এঞ্জিনের মতো শব্দে; ছুটিতেছে-ছুটিতেছে তারা।
তারপর পড়ে থাকে, নক্ষত্রের বিশাল আকাশ,
হাঁসের গায়ের ঘ্রাণ-দু একটা কল্পনার হাঁস;
মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা সান্যালের মুখ;
উড়ুক উড়ুক তারা পউষের জোৎস্নায় নীরবে উড়ুক
কল্পনার হাঁস সব-পৃথিবীর সব ধ্বনি সব রঙ মুছে গেলে পর
উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জোৎস্নার ভিতর।

Kobita o Gan

Welcome
To
Kobita o Gan