Saturday, September 22, 2018

আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো

গান:
“আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো, 
কত সুর কত গান মনে পড়ে গেলো, 
বলো, ভালো আছো তো, 
বলো, ভালো আছো তো? 

ক’দিন আগে এমন হলে কতদিন আরো বেশি পেতাম,
আরো আকাশ আরো বাতাস লিখে দিতো তোমারই নাম,
শুধু আমি নয় ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেতো-
বলো, ভালো আছো তো?
বলো, ভালো আছো তো?

জানি তোমায় আপন ভাবার কোনো অধিকার নেই যে পাওয়ার,
এও জানি দেখা হওয়ায় কত বড় ভাগ্য আমার,
শুধু বল আজ আমায় ভুলে সুখি তুমি হয়েছ কত?
বলো, ভালো আছো তো?
বলো, ভালো আছো তো?

আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো,
কত সুর কত গান মনে পড়ে গেলো,
বলো, ভালো আছো তো,
বলো, ভালো আছো তো?"
ইউটিউব লিংকঃ https://youtu.be/nKzkFKDW5Ks

No comments:

Post a Comment